গত ৩০শে মে, ২০২৪ তারিখে সোনালী ব্যাংক পিএলসি এর প্রধান কার্যালয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে গ্যাস বিল পরিশোধ ও আবেদন ফি সংগ্রহের জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউসন পিএলসি এবং সোনালী ব্যাংক পিএলসি-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তি স্বাক্ষরের ফলে সম্মানিত গ্রাহকবৃন্দ ঘরে বসেই সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহারের মাধ্যমে অনলাইনে গ্যাস বিল পরিশোধ করতে পারবে। এছাড়া সম্মানিত প্রবাসি/বিদেশী গ্রাহকবৃন্দ সোনালী ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইনে গ্যাসের আবেদন পত্র ফি প্রদান করতে পারবে।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।