স্বাগতিক শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে অষ্টমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল ভারত। রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের দেওয়া ৫১ রানের মামুলি লক্ষ্যে ভারত পৌঁছে গেছে মাত্র ৬ দশমিক ১ ওভারে। সেটিও আবার কোনো উইকেট না হারিয়েই।
শুভমান গিল ১৯ বলে ২৭ ও ইশান কিশান ১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।
এর আগে, টসে জিতে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজের বোলিং তোপে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। প্রথম ওভারে জসপ্রীত বুমরাহর বলে আউট হন কুশল পেরেরা। রানের খাতাই খুলতে পারেননি এই বাঁহাতি। এরপর রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটান মোহাম্মদ সিরাজ।
৭ ওভার বোলিং করে মাত্র ২১ রান দিয়ে ৬টি উইকেট নেন সিরাজ।
১৫.২ ওভার ব্যাটিং করেছিল শ্রীলঙ্কা। শুভমান গিল আর ঈশান কিশানের উদ্বোধনী জুটি মাত্র ৬.১ ওভারেই জয় এনে দেয় ভারতকে। অর্থ্যাৎ ১০০ ওভারের ফাইনাল ম্যাচ শেষ হয়ে গেল মাত্র সাড়ে ২১ ওভারেই। সূত্র: কালের কন্ঠ