ঢাকা বাংলাদেশ : বাংলাদেশে ডিসেম্বর – ফেব্রুয়ারী মাস পর্যন্ত সময়কে ওয়েডিং সিজন ধরা হয়!তবে বছরের সব সময়ই বিয়ে নিয়ে অনেকেরই থাকে না না ধরনের প্ল্যান । বিয়ের অনুষ্ঠান মানেই শত শত মানুষের আনাগোনা, গায়ে হলুদ, মেহেদি সন্ধ্যা , বৌভাত সহ কতশত আয়োজন! এসবের পাশাপাশি বছরব্যাপী অন্যান্য অনুষ্ঠানের জন্য ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট সব সময়ই থাকে উৎসবমুখর !অতুলনীয় অতিথি সেবা এবং মুখরোচক খাবারের জন্য পাঁচতারকা হোটেল গুলোর মধ্যে ” ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট “ অনন্য সুনাম এবং আস্থায় সার্বজনীন স্বীকৃত ! ছোট বড় বিয়ের আয়োজনের কথা মাথায় রেখে ৮ টি হলের মাধ্যমে কেটারিং সার্ভিস দিচ্ছে হোটেলটি!
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট বিভিন্ন ধরনের বিয়ের প্যাকেজ অফার করে যা প্রাইভেট প্রোগ্রাম থেকে শুরু করে জমকালো উদযাপন ; সব ধরনের বিয়ের উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে। সিলভার , গোল্ড এবং প্রিমিয়াম নামে তিনটি বিয়ের প্যাকেজ আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এ । শুধু তাই নয় , ঢাকা রিজেন্সি স্পেশাল কিছু প্যাকেজ অফার করছে যা পুরো বছর জুড়ে অতিথিরা উপভোগ করতে পারবেন তবে তার জন্য বুকিং করতে হবে ১৪ আগস্ট ২০২৪ – এর মধ্যে !এছাড়া নব দম্পতিদের জন্য হোটেলটি অফার করছে স্পেশাল হানিমুন স্টে প্যাকেজ যার মূল্য যথাক্রমে ব্যুফে ব্রেকফাস্ট সহ ১৪৯৯৯ টাকা এবং ব্যুফে ডিনার সাথে ব্যুফে ব্রেকফাস্ট সহ হানিমুন প্রিমিয়াম স্টে প্যাকেজ ১৯৯৯৯ টাকা ! দম্পতিরা বিভিন্ন প্যাকেজ থেকে বেছে নিতে পারেন আকর্ষণীয় ডিল ; যার মধ্যে রয়েছে ভেন্যু ভাড়া, ক্যাটারিং, সাজসজ্জা এবং অন্যান্য পরিষেবা…..এই প্যাকেজগুলি ছাড়াও, হোটেলটি বিয়ের অতিথিদের জন্য রুম বুকিংয়ের উপর দিচ্ছে বিশেষ ছাড় ৷ এবং কেউ চাইলেই কিন্তু পাচ্ছেন হেলিকপ্টার –এ শহর ঘুরে দেখার সুযোগ… বিশেষ মূল্যে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট করে দিচ্ছে সেই সুযোগ !!
ঢাকা রিজেন্সি-র ১৪ তলায় অবস্থিত ৫৭২১ বর্গফুটের সবথেকে বড় এবং বহুল জনপ্রিয় হলরুম “ সেলিব্রেশন হল “; যেখানে রাউন্ড টেবিলে একসঙ্গে ৫০০ জন অতিথি ধারণে সক্ষম! এছাড়াও জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্তোরাঁ “গ্রিল অন দা স্কাইলাইন” এবং আরও ৬ টি মার্জিত ব্যাঙ্কোয়েট হল সহ হোটেলের ভেন্যুগুলি শহরের সেরাগুলির মধ্যে অন্যতম ৷ছোট হলরুম গুলোতে একসঙ্গে ৫০-এর অধিক মানুষের সমাগম সম্ভব! ছোট করে বিয়ের আয়োজন ছাড়াও জন্মদিন উৎযাপন, প্রেস কনফারেন্স কিংবা কর্পোরেট মিটিঙের জন্য ছোট হলরুম গুলো একদম পারফেক্ট!হোটেলের অভিজ্ঞ কর্মীরা বসার ব্যবস্থা থেকে শুরু করে ক্যাটারিং পর্যন্ত প্রতিটি সার্ভিস বিচক্ষণতার সাথে নিশ্চিত করেন।
আপনি যদি বিয়ের পরিকল্পনা করে থাকেন এবং পারফেক্ট ভেন্যু খুঁজছেন, তাহলে আর কোথাও না খুজে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এর ভেন্যু বুক করতে বা আমাদের বিয়ের প্যাকেজ সম্পর্কে জানতে অনুগ্রহ করে যোগাযোগ করুন +8801713332511
আরও দেখুন
মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ।
‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’ এর চ্যাম্পিয়ন হলো সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল, নিউজ ২৪। গত ১৮ …