দেশের প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে থাকা সিএমএসএমই উদ্যোক্তাদের মূলধনের যোগান, ঋণ গ্রহণের সুবিধা, ট্রেড লাইসেন্স প্রদানসহ যাবতীয় সুবিধা প্রদানের লক্ষ্যে এটুআই এর ডিজিটাল সেন্টারগুলো এখন থেকে সিএমএসএমই ওয়ানস্টপ সেবা কেন্দ্র’ হিসেবে কাজ করবে। আজ রাজধানীর আগারগাঁও এ এটুআই এবং এসএমই ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব জনাব এনএম জিয়াউল আলম পিএএ। এসএমই ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, এটুআই এর যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব নাহিদ সুলতানা মল্লিক, বাংলাদেশ ব্যাংক এর পরিচালক (এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট) মো. জাকের হোসেইন এবং অনলাইনে যুক্ত ছিলেন এটুআই এর পলিসি অ্যাডভাইজর জনাব আনীর চৌধুরী।
এসময় ডিজিটাল সেন্টারভিত্তিক সিএমএসএমই ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপনে এটুআই এবং এসএমই ফাউন্ডেশন মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
প্রাথমিকভাবে ২২ জেলার ২৭ উপজেলার ৩০টি ইউনিয়নের ডিজিটাল সেন্টারে পাইলট কর্মসূচি বাস্তবায়ন শুরু করা হয়। এসব কেন্দ্র এসএমই শিল্পের প্রসারে ‘ওয়ানস্টপ সেবা কেন্দ্র’ হিসেবে কাজ করবে যেখানে উদ্যোক্তাগণ ব্যবসা শুরু করা থেকে এর সম্প্রসারণ, ব্যবসায়িক ও কারিগরি প্রশিক্ষণ সহায়তা এবং পরামর্শক সেবা গ্রহণ করতে পারবেন।