এবি ব্যাংক লিমিটেড এবং বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে গত ২৮শে সেপ্টেম্বর ২০২২ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়। এ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে কুরআন তিলাওয়াত, দোয়া- মাহফিল এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইকবাল সোবহান চৌধুরী, প্রধান উপদেষ্টা, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক জনাব মনোরঞ্জন ঘোষালসহ অন্যান্য অতিথিবৃন্দ।