শিরোনাম

কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ও SOSB এর যৌথ উদ্যোগে Modular ওটি উদ্বোধন

কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, উত্তরা, ঢাকা ও SOSB এর যৌথ উদ্যোগে অত্র হাসপাতালে আজ ১৩ ফেব্রুয়ারি, সোমবার Modular ওটি উদ্বোধন এবং Live Workshop অনুষ্ঠিত হয়।

কোভিড ডেডিকেটেড হাসপাতাল হতে উত্তরনের পর অতি অল্প সময়ের মধ্যে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল একটি Super Specialised হাসপাতাল হিসেবে কার্যক্রম শুরু করেছে।

অত্যন্ত সফলতার সাথে অনুষ্ঠিত এ ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এবং নিজে সার্জারি করে সরকারি পর্যায়ে প্রথমবারের মতো Modular ওটিতে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টোমি অপারেশন সম্পাদনের মাধ্যমে উদ্বোধন করেন স্বাস্হ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ।একই সাথে তিনি ই টি টি মেশিনও উদ্বোধন করেন।

এই পরিদর্শন সার্বিকভাবে সফল করার জন্য সহয়োগিতা করেন, ডাঃ কৃষ্ণ পদ সাহা,বিভাগীয় প্রধান, সার্জারী বিভাগ, ডাঃ মাহফুজ আরা বেগম,তত্ত্বাবধায়ক(ভারপ্রাপ্ত), ডাঃ মঈনুল আহসান, উপপরিচালক (হাসপাতাল) এবং হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এসময় মহাপরিচালক হাসপাতালের সার্বিক কার্যক্রম এ সন্তোষ প্রকাশ করেন।

আরও দেখুন

দেশে রিফারবিশিং ইউনিট চালু করেছে জিই হেলথকেয়ার

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান জিই হেলথকেয়ার বাংলাদেশে তাদের `এ ওয়ান- শিওর’ সংস্কারকৃত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *