অদ্য ০৫/১০/২০২৩ খ্রিঃ কুষ্টিয়া পবিস এর বর্তমান আর্থিক বিষয়াবলী এবং ভবিষ্যত করনীয় বিষয়ে একটি বিশেষ সমন্বয় সভা সমিতির বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ পারভেজ ,পরিচালক (অর্থ), আর্থিক মনিটরিং (দঃঅঃ) পরিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা। সভাপতিত্ব করেন পবিসের জেনারেল ম্যানেজার জনাব এস এম নাসির উদ্দীন। পবিসের ডিজিএম, এজিএম ও সুবারভাইজার গন সহ জোনাল ও সাব-জোনাল অফিসের সুবারভাইজার গন অনলাইন প্লাটফর্মে সংযুক্ত ছিলেন। সভায় কুষ্টিয়া পবিসের খরচ কমানো ও আয় বৃদ্ধির বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ।