ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান শাহজাদা বসুনিয়া সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তার গবেষণার বিষয় ছিল ” Viscount John Moreley : A critical appraisal of His studies in literature.”
উল্লেখ্য, ড.শাহাজাদা বসুনিয়া ইতোপূর্বে ঢাকা চেম্বার , ডাচ বাংলা ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান ছিলেন।
ইংরেজি -বাংলা , দুই ভাষা মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২০ টির অধিক। তিনি গল্প,কবিতা,উপন্যাস, প্রবন্ধ,অনুবাদ লিখে চলেছেন দু’হাতে।
তার সাফল্যে জনসংযোগ পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।