শিরোনাম

খ্যাতিমান সাহিত্যিক, জনসংযোগবিদ শাহাজাদা বসুনিয়ার পিএইচডি ডিগ্রি লাভঃ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান শাহজাদা বসুনিয়া সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তার গবেষণার বিষয় ছিল ” Viscount John Moreley : A critical appraisal of His studies in literature.”

উল্লেখ্য, ড.শাহাজাদা বসুনিয়া ইতোপূর্বে ঢাকা চেম্বার , ডাচ বাংলা ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান ছিলেন।

ইংরেজি -বাংলা , দুই ভাষা মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২০ টির অধিক। তিনি গল্প,কবিতা,উপন্যাস, প্রবন্ধ,অনুবাদ লিখে চলেছেন দু’হাতে।
তার সাফল্যে জনসংযোগ পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

আরও দেখুন

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ‘মুট কোর্ট’- এর উদ্বোধন অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ‘মুট কোর্ট’- এর শুভ উদ্বোধন ১৭ ফেব্রুয়ারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *