শিরোনাম

চীনা ‘ভাসমান ব্যারিকেড’ অপসারণ করবে ফিলিপাইন

ফিলিপাইন সোমবার একটি বিতর্কিত এলাকায় চীনা উপকূলরক্ষীদের স্থাপিত ভাসমান ব্যারিকেড অপসারণের জন্য ‘যথাযথ সব পদক্ষেপ’ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মাছ ধরার ঐতিহ্যগত জায়গায় ফিলিপিনোদের প্রবেশ বন্ধ করতে ব্যারিকেডটি স্থাপন করা হয়েছে বলে ফিলিপাইন জানিয়েছে।

গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরের স্কারবোরো শোলের প্রবেশপথজুড়ে একটি ৩০০ মিটার দীর্ঘ ভাসমান ব্যারিকেড পাওয়া যায়। ভাসমান ব্যারিকেড মাছ ধরার নৌকাগুলোকে শোলের অগভীর পানিতে প্রবেশে বাধা দিচ্ছে, যেখানে মাছ বেশি থাকে।

আরও দেখুন

কমলা হ্যারিসকে সমর্থন দিলেন ওবামা ও মিশেল

গত কয়েকদিনের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ডেমোক্র্যাটিক দলের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রেসিডেন্টপ্রার্থী হিসেবে সমর্থন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *