বুধবার ১১ জানুয়ারি,২০২৩ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন সহ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যগণের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
এসময় মহাপরিচালকের সাথে উপস্থিত ছিলেন,পরিচালক ঢাকা বিভাগ ও খুলনা বিভাগ, উপপরিচালক হাসপাতাল – ১। উপপরিচালক (পরিকল্পনা),স্বাস্থ্য অধিদপ্তর ও অধ্যক্ষ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ।
আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ,ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ সিভিল সার্জনগন সহ সহকারী পরিচালক (সমন্বয়) এবং গোপালগঞ্জ,ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ জেলার সকল ইউএইচএফপিও গন।
১০ জানুয়ারি,২০২৩ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম কে ০২ ( দুই) বছর মেয়াদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ প্রদান করা হয়েছে।