শিরোনাম

তাসকিন না শাহীন আফ্রিদি

দলের পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদের কথায়ও শোনা গেল পাকিস্তানের শক্তিশালী ব্যাটিংকে আটকানোর বিশ্বাসের অনুরণন, ‘পাকিস্তানের ব্যাটিং পৃথিবীর সেরা। সহজ হবে না জানি। কিন্তু নিজেদের ওপর বিশ্বাসও আছে। সেরা বোলিং করতে পারলে ওদেরও অল্পতে আটকাতে পারব।
নিজের আলোয় তিনি এমন উজ্জ্বল যে এখন আর অন্য কারো মতো তাঁর হতেই ইচ্ছা করে না। নাসিম শাহ হতে চান একেবারে নিজের মতো, ‘আমি নাসিম শাহই হতে চাই। এমন একজন বোলার হতে চাই, যার নিজস্বতা আছে। ইমরান খান, ওয়াসিম আকরামরা অনেক বড় বোলার কিন্তু প্রতিটি মানুষই আলাদা।
আপনি তাঁদের ভালোটা নিতে পারবেন, তাই বলে আমি উনাদের মতো হতে পারব না।’ পাকিস্তানের সুদীর্ঘ ইতিহাসে এই তরুণ ফাস্ট বোলারের জন্য প্রচুর কীর্তিমান বোলারও থরে থরে সাজিয়ে রাখা আছে। যাঁর যাঁকে ভালো লাগে, তাঁর ভালো জিনিসটি নেওয়ার থাকে। তাসকিন আহমেদ-শরিফুল ইসলাম-হাসান মাহমুদদের জন্য অবশ্য তেমন কেউ নেই বললেই চলে।

আরও দেখুন

বাংলাদেশের হয়ে বিকেএসপির এ্যাথলেটদের সাফল্য

ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত ৪র্থ সাইথ এশিয়ান জুনিয়র এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৪ এ বিকেএসপি ৩টি ব্রোঞ্জ পদক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *