শিরোনাম

নতুন সিনেমায় বুবলী

নতুন সিনেমায় যুক্ত হলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ‘তুমি যেখানে আমি সেখানে’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস।

গতকাল সোমবার সন্ধ্যায় নায়িকার সঙ্গে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।
ছবি প্রসঙ্গে দেবাশীষ বলেন, আমার সিনেমাটির প্রধান নারী চরিত্রের নাম বিজলী। এ চরিত্রের সঙ্গে বুবলীকে খুব ভালো মানায়। তাই তার সঙ্গে ছবিটি নিয়ে আলাপ করি। ছবির গল্প ও চরিত্র বুবলীর পছন্দ হয়েছে। সে কাজটি করছে।

‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমায় বুবলীকে স্বাগতম। তাকে নিয়ে প্রথমবার সিনেমা করতে যাচ্ছি। আশা করছি আমাদের যাত্রা আনন্দময় ও সফল হবে।

বুবলী বলেন, ‘দেবাশীষ বিশ্বাস অনেক জনপ্রিয় একটি নাম আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে। তার পরিচালনায় প্রথমবার কাজ করতে যাচ্ছি। আশা করছি দর্শকের জন্য উপভোগ্য একটি সিনেমা নিয়ে আসতে পারব আমরা।’
নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি তৈরি হবে। এতে মেকআপের দায়িত্ব পালন করবেন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস। সূত্র: কালের কন্ঠ

আরও দেখুন

কোথায় হারালেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চার সুন্দরী!

জান্নাতুল নাঈম এভ্রিল, নিশাত নাওয়ার সালওয়া, জেসিয়া ইসলাম ও রাফাহ নানজীবা তোরসা—চারজনই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *