মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড পটুয়াখালীর বাউফলের কালাইয়া’য় বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষি যন্ত্রপাতি অনুদান দিয়েছে। গত ০৩ আগষ্ট বৃহস্পতিবার মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম প্রধান অতিথি এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার কালাইয়া, দাসপাড়া, নাজিরপুর, মদনপুরা ও কালিশুরী ইউনিয়নের কৃষকদের মাঝে পাঁচটি পাওয়ার টিলার হস্তান্তর করেন। এসময় মার্কেন্টাইল ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান, মার্কেন্টাইল ব্যাংক কালাইয়া শাখা প্রধান মোঃ আল মামুন, দাসপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এ.এন.এম. জাহাঙ্গীর হোসেন, নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান এস.এম.মহসিন, মদনপুরা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ গোলাম মস্তফা ও কৃষকরা উপস্থিত ছিলেন।