বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালন করা হয়। দিনটিকে যথাযথ মর্যাদায় উদ্যাপন করার জন্য বিইউপিতে দুটি পর্বে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। প্রথম পর্বের বিভিন্ন কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কোরআন তেলাওয়াত, বিশেষ মোনাজাত, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বিইউপি লিটারেচার অ্যান্ড ড্রামা ক্লাব এর উদ্যোগে ১৫ই আগস্টের স্মৃতিচারণ, বঙ্গবন্ধুর কৈশোর ও রাজনৈতিক জীবন এর উপর আলোচনাসভা ইত্যাদি। এছাড়া দ্বিতীয় পর্বে বিভিন্ন ফ্যাকাল্টি কর্তৃক অনলাইন প্লাটফর্মে আলোচনাসভার আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।
বিইউপির মাননীয় উপাচার্য বক্তব্যের শুরুতে ১৫ আগস্ট ১৯৭৫ এ বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারবর্গের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। অতঃপর তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র স্বাধীনতার রূপকারই ছিলেন না, বরং তাঁর সুনিপুণ নেতৃত্বে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশের নানাবিধ সমস্যার সমাধান করেছেন। তিনি বর্তমান তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ সম্পর্কে জেনে এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে বলেন। এছাড়া তিনি জাতির পিতার প্রদর্শিত পথ অনুসরণ করে বিশ্ব অঙ্গনে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান প্রজন্মকে আহবান জানান। পরিশেষে তিনি বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে কাজ করার জন্য গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সরাসরি এবং অনলাইনে যুক্ত ছিলেন বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ।