নরমাল ডেলিভারি ও অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের জন্য মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অঞ্চলের গর্ভবতী মায়েদের আস্থার স্থান।
গত ১ থেকে ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত একমাসে ২৪৪ টি নরমাল ডেলিভারি এবং ৫০টি প্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতকের জন্ম হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, মিডওয়াইফ সহ, সিভিল সার্জন কক্সবাজার ডাঃ বিপাশ খীসা’র নির্দেশনায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহফুজুল হকের সার্বিক তত্ত্বাবধানে ও সম্মিলিত প্রচেষ্টায়, মহেশখালী হাসপাতাল কক্সবাজার জেলায় দিন দিন ডেলিভারি সেবায় আলো ছড়াচ্ছে।
এ অর্জনের জন্য উপজেলা এবং মাঠপর্যায় পর্যন্ত টিম ওয়ার্ক, কাউন্সেলিং এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করা এবং মাসিক সমন্বয় সভায় প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করার জন্য প্রতিনিয়ত তাগিদ প্রদান করা হচ্ছে।