মিরপুর ১২তে রমজাননেছা মার্কেটে লোটো’র নতুন এবং আন্তর্জাতিক মানের সুপরিসর ফ্র্যাঞ্চাইজ আউটলেটের শুভ উদ্বোধন

সম্প্রতি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ইটালিয়ান স্পোর্টি লাইফস্টাইল ব্র্যান্ড লোটো ঢাকার মিরপুর ১২তে সেনানিবাস রোডের রমজাননেছা মার্কেটে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক মানের একটি নতুন ফ্র্যাঞ্চাইজ আউটলেটের শুভ উদ্বোধন করেছে। চিত্রনায়ক রিয়াজ এবং লোটো  বাংলাদেশের ডেপুটি   ম্যানেজিং   ডিরেক্টর   কাজী   জাভেদ   ইসলাম নতুন   এই   আউটলেটটি উদ্বোধন   করেন।   উদ্বোধনী   অনুষ্ঠানে   ফ্র্যাঞ্চাইজি   ম্যানেজিং   পার্টনার   সাজ্জাদ   আলম,   মো:তৌহিদুল ইসলাম ও মো: আরিফুজ্জামান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং লোটো বাংলাদেশেরসকল উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ইটালিয়ান স্পোর্টি লাইফস্টাইল ব্র্যান্ড লোটো সম্প্রতি ঢাকার মিরপুর ১২তে রমজাননেছা মার্কেটে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক মানের একটি নতুন   ফ্র্যাঞ্চাইজ   আউটলেটের   শুভ   উদ্বোধন   করেছে।   বাংলাদেশের   চলচিত্র   জগতের   অন্যতম চিত্রনায়ক   রিয়াজ   এবং   লোটো   বাংলাদেশের   ডেপুটি   ম্যানেজিং   ডিরেক্টর   কাজী   জাভেদ ইসলাম   নতুন  এই   ফ্র্যাঞ্চাইজ   আউটলেটটি   উদ্বোধন   করেন।   উদ্বোধনী  অনুষ্ঠানেফ্র্যাঞ্চাইজি   ম্যানেজিং   পার্টনার   সাজ্জাদ   আলম,   মো:   তৌহিদুল   ইসলাম   ও   মো:আরিফুজ্জামান,   এলাকার   গণ্যমান্য   ব্যক্তিবর্গ   এবং   লোটো   বাংলাদেশের   সকল   উর্ধ্বতনকর্মকর্তা উপস্থিত ছিলেন। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্পোর্টি লাইফস্টাইল ব্র্যান্ড লোটো বিশ্বের ১১০টিরও বেশিদেশে   গত   ৪৯   বছর   ধরে   অত্যন্ত   সুনামের   সাথে   ব্যবসা   পরিচালনা   করে   আসছে।   নিরন্তর গবেষণার মাধ্যমে লোটোর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম কর্তৃক উদ্ভাবিত নিত্য-নতুন টেকনোলজি যেমন- অ্যাডাপ্টো   মেমোরি  ফোম,   এনারটার্ন,   পুন্টোফ্লেক্স,   ডিপড্রাই ইত্যাদি হালফ্যাশনের ট্রেন্ডের সাথে সমন্বয় করে স্থান করে নিয়েছে তরুণদের প্রাণে।এছাড়াও   লন্ডনের   বিখ্যাত   আরেকটি   ব্র্যান্ড   লি   কুপারের   পণ্যসামগ্রীও   পাওয়া   যাবে   এইআউটলেটে। এরই ধারাবাহিকতায় মিরপুর ১২তে রমজাননেছা মার্কেটে অবস্থিত লোটো’রএই আউটলেটটিতে  একই ছাদের নিচে  পাওয়া যাচ্ছে ফুটওয়্যার,  এ্যাপারেলস আরএ্যাক্সেসোরিজের ৮০০’র ও বেশি ডিজাইনের লাইফস্টাইল পোলো শার্ট,টি-শার্ট,   জিন্স,   গ্যাবার্ডিন,   মোকাসিন   সু,   স্যান্ডেলস্,   পার্সোনাল   কেয়ার প্রোডাক্টস্, অ্যাক্সেসরিজ সহ নানা ধরনের পণ্য। বাংলাদেশে লোটো স্পোর্ট ইটালিয়াএবং  লি কুপার লন্ডনের একমাত্র লাইসেন্সি-  এক্সপ্রেস লেদার প্রডাক্টস লিমিটেড দেশজুড়ে ২৩০টিরও বেশি লোটো আউটলেটের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে। বাংলাদেশের অগণিতক্রেতাসাধারণকে   আরো   আকর্ষণীয়   আর   স্মার্ট   করে   তুলতে   লোটো’র   কার্যক্রম   আরোসম্প্রসারন করার এই প্রয়াস অব্যাহত থাকবে।

আরও দেখুন

অপো নিয়ে এলো নতুন রেনো১২ ৫জি-

  ফোনটিতে রয়েছে অত্যাধুনিক লাইভ ফটো, এআই ক্লিয়ার, বেস্ট ফেস ও জেনারেটিভ এআই।   আর্টিফিসিয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *