শিরোনাম

রোটারি বর্ষের শততম দিবস উদযাপন

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১,চলতি রোটারি বর্ষের শততম দিবস পালন উপলক্ষে ৮ অক্টোবর, ২০২২ ঢাকার এক হোটেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

মূল্যায়ন সভায় বক্তব্য রাখেন জেলা গভর্ণর ইঞ্জিনিয়ার এম,এ ওয়াহাব,সাবেক গভর্নর খায়রুল আলম,ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী,গভর্নর(নির্বাচিত) আশরাফুজ্জামান নান্নু,গভর্নর (নমিনি)ইব্রাহিম খলিল আল জায়াদ পিনাক, ডিস্ট্রিক্ট সেক্রেটারি জেনারেল আরিফ জেবতিক প্রমূখ। মূল্যায়ন সভা পরিচালনা করেন ইভেন্ট চেয়ারম্যান সিপি জহুরুল ইসলাম।

সভায় ডিস্ট্রিক্ট গভর্ণর ইঞ্জিনিয়ার এম, এ ওয়াহাব জানান যে, চলতি বছর স্থানীয় পর্যায়ে ডিস্ট্রিক্ট গভর্নরের স্লোগান,’এভরি আওয়ার রোটারি কেয়ার’বা’প্রতি ঘন্টায় রোটারির সেবা’ স্লোগানে উদ্বুদ্ধ হয়ে রোটারি ক্লাবগুলো ব্যাপক কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। গত জুলাই থেকে গড়ে প্রতি মাসে ৩০০টির উপর সেবা কার্যক্রমে কমপক্ষে ৩০ লক্ষ টাকা করে ব্যয় হচ্ছে। ডিস্ট্রিক্ট গভর্নর জানান,যে ক্লাবগুলোর সেবা কার্যক্রমকে উতসাহ দিতে,গভর্নর প্রথম ১০০ দিনে ইতিমধ্যে প্রায় ২০০ ক্লাব পরিদর্শন করেছেন। গড়ে প্রতিদিন দুইটির বেশি ক্লাব পরিদর্শনের এই ধারা অব্যাহত থাকবে বলেও গভর্নর জানান।
এছাড়াও সভায় রোটারিয়ানদের অবগত করা হয় যে,প্রথম ১০০ দিনের মধ্যে ৭লক্ষ মার্কিন ডলার সমপরিমান অর্থ রোটারি ফাউন্ডেশনে দানের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এছাড়াও প্রায় ৫লক্ষ মার্কিন ডলার মূল্যের গ্লোবাল গ্রান্ট অনুমোদিত হয়েছে, যার মাধ্যমে রোটারি ইন্টারন্যাশনাল স্থানীয় ক্লাবগুলোকে সাথে নিয়ে বাংলাদেশে বিভিন্ন প্রজেক্ট পরিচালনা করবে। মূল্যায়ন সভায় বক্তারা গুরুত্ব দিয়ে বলেন যে, চলতি বছর প্রথম ৪০ দিনের মধ্যে রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট জেনিফার জোন্স ও সাবেক প্রেসিডেন্ট হলগার না’কের বাংলাদেশ ভ্রমন দুটো বিরল ঘটনা। এর আগে কোনো রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট বছরের শুরুতে বাংলাদেশ ভ্রমন করেন নি। ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার এম, এ ওয়াহাব সভায় আহ্বান জানিয়ে বলেন যে, বদলে যাওয়া বিশ্ব পরিস্থিতির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে রোটারিকে আরো বেশি অভিযোজন ও পরিবর্তনশীল হতে হবে। তিনি জানান, পরিবেশ রক্ষার প্রত্যয় হিসেবে এবছর ডিস্ট্রিক্ট ডিরেক্টরি,ওসিভি ডকুমেন্ট, জিএমএল এর মতো গুরুত্বপূর্ণ প্রকাশনাগুলোকে ডিজিটালাইজড করা এবং গভর্নর অফিসকে পেপারলেস করার কর্মসূচি চালু হয়েছে।

বিশ্বশান্তির প্রত্যয়ে রোটারির চিরন্তন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে গভর্নর বলেন,ইউক্রেন সংকটে বাংলাদেশের রোটারিয়ানরা সহায়তা করতে উদগ্রীব,কিন্তু বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে এই মুহুর্তে বাংলাদেশ থেকে আর্থিক সহায়তা প্রেরনের বিধিনিষেধকে রোটারি বাংলাদেশ সম্মান করে চলবে।
এই সভায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ধ সহস্রাধিক রোটারিয়ান যোগদান করেন।

আরও দেখুন

রমজানে লাইজলের বিশেষ উদ্যোগ: তৃতীয়বারের মতো শুরু হলো ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’

টানা দুইবারের অভাবনীয় সাফল্যের পর এবারও পবিত্র রমজান মাসে বিশেষ মসজিদ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *