শিরোনাম

সি টু সামিট’ জয়ে বিশ্বরেকর্ড গড়ার মিশনে পর্বতারোহী শাকিলের পাশে প্রাণ

সর্বকনিষ্ঠ হিসেবে সবচেয়ে কম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে পদযাত্রা করে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড গড়ার মিশনে নেমেছেন প্রথম বাংলাদেশি হিসেবে ‘গ্রেট হিমালয়া ট্রেইল” সফলভাবে সম্পন্ন করা পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল।

তার এই বিশ্বরেকর্ড গড়ার পথে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় ফুড ব্র্যান্ড ‘প্রাণ’। স্ন্যাকস পার্টনার হিসেবে থাকছে জনপ্রিয় নুডলস ব্র্যান্ড মিস্টার নুডলস।

রোববার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে পর্বতারোহী শাকিল তার ‘সি টু সামিট’ জয়ের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

শাকিল জানান, গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে পায়ে হেঁটে তিনি ৯০ দিনের মধ্যে সামিট জয়ের লক্ষ্যে অভিযান শুরু করেছেন। ফেনী, কুমিল্লা ও মুন্সিগঞ্জের পথ ধরে তিনি এখন ঢাকায় অবস্থান করছেন। যাত্রাপথে বাংলাদেশ, ভারত এবং নেপালের উপর দিয়ে প্রায় এক হাজার তিনশো কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে তিনি এভারেস্টের ২৯,০৩১ ফুট উঁচু শিখরে আরোহণ করবেন। এ অভিযানে তিনি আগের বিশ্বরেকর্ড করা অস্ট্রেলিয়ান টিম ম্যাককার্টনি’র রেকর্ড ভাঙবেন যিনি ১৯৯০ সালে তিন মাসের বেশি সময় নিয়ে ভারতের গঙ্গা সাগর থেকে পদযাত্রা করে এভারেস্টের চূড়ায় উঠে বিশ্বরেকর্ড গড়েন।

শাকিল আরও বলেন, যাত্রা পথে তিনি প্লাস্টিক ব্যবস্থাপনা ও প্লাস্টিক দূষণের বিষয়ে জনসচেনতা, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশ রক্ষায় টেকসই সমাধানের গুরুত্ব তুলে ধরবেন। প্রাণ গ্রুপ তরুণ প্রজন্মকে স্পোটর্সসহ বিভিন্ন সেক্টরে উৎসাহিত করে আসছে। প্রাণ এর মতো বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যদি বেশি বেশি এগিয়ে আসে তাহলে স্বপ্নবাজ তরুণরা বাংলাদেশের হয়ে আরো বড় বড় অর্জন নিয়ে আসতে উৎসাহ পাবেন।

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, “প্রাণ বাংলাদেশের একটি গর্বের প্রতিষ্ঠান। দেশের জন্য কোন অর্জন আনতে পারে এরকম যেকোন উদ্যোগকে প্রাণ সমর্থন জানায়। সেকারণে বাংলাদেশের হয়ে একজন তরুণ পর্বতারোহীর এই উদ্যোগে পৃষ্ঠপোষকতা করছে প্রাণ। বাংলাদেশের পতাকা পৃথিবীর সর্বোচ্চ বিন্দুর উপর উড়বে আর সেখানে প্রাণ জড়িয়ে থাকবে এর চেয়ে আনন্দের কিছু নেই”।

এ অভিযানের আয়োজক বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), মাকলু-ই-ট্রেডার্স নেপাল ও সিস্টেমা টুথব্রাশ।

ইকরামুল হাসান শাকিল এর আগে নেপালের ১,৭০০ কিলোমিটার দীর্ঘ ‘গ্রেট হিমালয়া টেইল” সফলভাবে সম্পন্ন করা প্রথম বাংলাদেশি হিসেবে খ্যাতি অর্জন করেছেন, যা বিশ্বের ৩৩ জন পর্বতারোহী এখন পর্যন্ত সম্পন্ন করতে পেরেছেন।

সংবাদ সম্মেলনে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) প্রতিষ্ঠাতা ইনাম আল হক, বিএমটিসি’র সভাপতি ও দুবারের এভারেস্ট জয়ী এম এ মুহিত, ইউএনডিপি’র হেড অব কমিউনিকেশনস মোঃ আব্দুল কাইয়ুম, লায়ন কল্লোল লিমিটেড (সিস্টেমা টুথব্রাশ) এর বিপণন পরিচালক তন্ময় দত্তগুপ্ত, মিস্টার নুডলস এর জেনারেল ম্যানেজার তোষন পাল এসময় উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন ঢাকা ক্যাপিটালস টিমের সদস্যগণ

গাজীপুরের চন্দ্রায় ইলেকট্রনিক্স খাতে দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *