শিরোনাম

আরবিএম ওপেন স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্প, দীক্ষা ও ব্যাজ প্রদান সম্পন্ন”

৩ নভেম্বর ২০২৫

এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি (ইসিএ) এবং সহশিক্ষা কার্যক্রম হিসেবে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য স্কাউটিং আন্দোলন বিশ্বব্যাপী পরিচালিত হচ্ছে। বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চল এবং রোভার অঞ্চলের আওতায় গাজীপুর জেলা স্কাউটস এবং গাজীপুর জেলা রোভারের রেজিস্ট্রেশনকৃত “রাণী বিলাসমণি (আরবিএম) ওপেন স্কাউট গ্রুপের ৫র্থ বার্ষিক ক্যাম্প, ৬ষ্ঠ দীক্ষা অনুষ্ঠান এবং ৪র্থ ব্যাজ প্রদান অনুষ্ঠান ২০২৫, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুর’এ ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৫ পর্যন্ত সম্পন্ন হয়েছে। উক্ত ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে নবাগত সদস্যবৃন্দ দীক্ষা গ্রহণের মাধ্যমে স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হয়।

১ নভেম্বর নবাগত স্কাউট সদস্যদের দীক্ষা প্রদান করেন স্কাউট লিডার মোঃ রাকিব হাসান শিপু, পিএস, পিআরএস এবং নবাগত রোভার স্কাউট সদস্যদের দীক্ষা প্রদান করেন রোভার স্কাউট লিডার (আরএসএল) মো: সাইদুল ইসলাম, পিআরএস।

ক্যাম্প পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক ও বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ এবং রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল; আরবিএম ওপেন স্কাউট গ্রুপের সহ-সভাপতি মোঃ এরশাদ হোসেন, বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: শামসুল হক, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক মো: মসিউর রহমান, সহকারি পরিচালক কাজী নাসির আহমেদ, গাজীপুর জেলা সিনিয়র রোভার মেট (এসআরএম) প্রতিনিধি মো: আকিব হাসান প্রমূখ।

ক্যাম্প পরিচালনা ও সহায়তা করেন আরবিএম ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক অ্যাডভোকেট মো: আওলাদ হোসেন (মারুফ) সিডিআরএস, স্কাউট লিডার মোঃ রাকিব হাসান শিপু, পিএস, পিআরএস, রোভার স্কাউট লিডার মোঃ সাইদুল ইসলাম, পিআরএস, সদস্য রাফায়েত হোসেন রাফি, মিরাজুল ইসলাম সৌরভ, পিএস, মো তৌসিফুজ্জামান রিফাত, নাজমুছ সাকিব তন্ময়, মেহেদী হাসান শাকিল প্রমূখ।

ক্যাম্পে রেজিস্ট্রেশন ও অংশগ্রহণ করেন মোঃ রবিউল ইসলাম রিফাত, আরাফাত লাবিব, মাহমুদ ওবায়েদ, কাজি আব্দুর রাফি, তাহমিদ হাসান অর্ক, তানভীর তাহসিন, আয়ান হাসিন সিদ্দিকী, সাব্বির খন্দকার, সিয়াম হোসেইন, মাফরুদ হাসান, সৌরভ হাসান, রোশান মাহমুদ, আবরার সাকিব, শেখ মাগফিরুল ইসলাম নাহিন, আহনাফ আহমেদ, অর্ণব ইসলাম, আফনান খান, মোঃ সাকিব, সিয়াম মাহমুদ প্রিন্স, রাফায়েত হোসেন রাফি, রুবায়েত হোসেন তরফদার, মুসফিকুর রহমানর, নুসাইর সাইফ প্রমূখ।

আরবিএম মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এবং খাদ্য মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ আবু নাসার উদ্দিন, এএলটি বলেন, স্কাউটিং এ অংশগ্রহণ এবং অর্জন তখনই সফলতা পাবে যখন আপনি পড়ালেখায় ভালো করে নিজ পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। নিজ পেশায় প্রতিষ্ঠিত হতে হলে, সঠিক পরিকল্পনা, লক্ষ্য নির্ধারণ, দক্ষতা বৃদ্ধি, ইতিবাচক মানসিকতা এবং পেশাগত সম্পর্ক গড়ে তোলা জরুরি। এসব বিষয়ে স্কাউটিং কার্যক্রম আপনার জন্য সহায়ক হবে।

উল্লেখ্য, ক্যারিয়ার প্ল্যানিং, স্কাউটস ওন, তাঁবু জলসা, হাইকিং, বনকলা, উপদল পদ্ধতি, প্রাথমিক প্রতিবিধান, দড়ির কাজ, পাত্রবিহীন রান্না ইত্যাদি বিষয়াদি উক্ত ক্যাম্পে অনুশীলন করা হয়।

আরও দেখুন

পিএমএনসি ২০২৫-এর অফিসিয়াল গেমিং ফোন পার্টনার ইনফিনিক্স

তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স, ২০২৫ সালের পাবজি মোবাইল জাতীয় প্রতিযোগিতা (পিএমএনসি) বাংলাদেশ আসরের গেমিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *