শিরোনাম

সোনারগাঁও ইউনিভার্সিটি দ্বিতীয় সমাবর্তন আগামী ২৮ ডিসেম্বর

দেশের অন্যতম বেসরকারি বিদ্যাপীঠ সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন আয়োজনের অনুমোদন দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার দ্বিতীয় সমাবর্তনের সময় ও তারিথ নির্ধারণ করা হয়েছে।

এবারের সমাবর্তন অনুষ্ঠিত হবে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) তে । সমাবর্তনে স্প্রিং-২০২১ থেকে সামার-২০২৫ পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন এমন শিক্ষার্থীরা যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, তাদেরকে ৩০ নভেম্বর ২০২৫-এর মধ্যে সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

রেজিস্ট্রেশন ফি নির্ধারিত হয়েছে ৮,০০০ টাকা। একাধিক ডিগ্রি অর্জনকারীদের ক্ষেত্রে অতিরিক্ত প্রতিটি প্রোগ্রামের জন্য ২,০০০ টাকা এবং অভিভাবকপ্রতি ২,০০০ টাকা (সর্বোচ্চ দুইজন) ফি প্রদান করতে হবে। ইউনিভার্সিটির ওয়েবসাইটে লগইন করে 2nd Convocation → Apply Convocation অপশন থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।

রেজিস্ট্রেশন ফি বিকাশ ও রকেট এর নির্ধারিত নম্বরে প্রদান করতে হবে। পেমেন্টের “Reference” ঘরে শিক্ষার্থীর নাম ও আইডি নম্বর লিখতে হবে। নেক্সাস পে এর মাধ্যমে প্রদত্ত পেমেন্ট গ্রহণযোগ্য নয়।

আরও দেখুন

শিক্ষকের মর্যাদা রক্ষায় আমাদের করণীয়

মোঃ মাহবুব-উল আলম Teachers’ Day বা ‘শিক্ষক দিবস’ নামে একটি দিন বিশ্বের অনেক দেশে উদযাপিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *