ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২২:
আজ ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার অ্যাসোসিয়েট ডিন ইন্টারন্যাশনাল, স্কুল অব সোশ্যাল সাইন্স এর অ্যাসোসিয়েট প্রফেসর নিকোল জর্জিয়াস বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) পরিদর্শন করেন। ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি এর গবেষণার সক্ষমতার বিভিন্ন দিকসহ দুটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার শক্তি ও সহযোগিতার আগ্রহের বিষয়ে আলোচনা করতে বিইউপি পরিদর্শন করেন। উক্ত প্রতিনিধি প্রথমে বিইউপির সম্মানিত উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। অতঃপর তিনি বিইউপির উচ্চপদস্ত কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া তিনি বিইউপি শিক্ষার্থীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় মিলিত হন এবং শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন।