আইপিডিসি ফাইন্যান্স-এর কনজ্যুমার ফাইন্যান্সিং সেবা আইপিডিসি ইজি-এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে প্রাভা হেলথ। আইপিডিস-র প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী গ্রাহকরা প্রাভা হেলথের নির্ধারিত হেলথ প্যাকেজের বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য আইপিডিসি ইজি-র মাধ্যমে ঋণসেবা নিতে এবং পরিশোধ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর আয়োজনে প্রাভা হেলথ-এর সিনিয়র ম্যানেজার, কর্পোরেট সেলস, মো. রোকনুজ্জামান; আইপিডিসি ফাইন্যান্স-এর পক্ষে হেড অফ আইপিডিসি ইজি ফারজানা শারমীনসহ উভয়পক্ষের আরও কজন কর্মকর্তার উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়।
আরও দেখুন
দেশব্যাপী ইয়ামাহা’র উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার মিট-আপ
জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত হলো “ইয়ামাহা ইফতার মিট-আপ”। ইয়ামাহা বরাবরই তার গ্রাহকদেরকে …