হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর নিজ হাতে গড়া জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর আকাশে ডানা মেলার ৫১ বছর পূর্ণ করেছে। এই গৌবরময় পথচলাকে স্মরণীয় করতে বিমান আয়োজন করতে যাচ্ছে ‘মুজিবের বাংলাদেশ-বিমান হাফ ম্যারাথন ২০২৩’ (Mujib’s Bangladesh Biman Half Marathon 2023)।
দেশি-বিদেশি প্রায় ২০০০ প্রতিযোগীর অংশগ্রহণে আগামী ০৩ ফেব্রুয়ারি, শুক্রবার রানার্স প্যারাডাইস খ্যাত হাতিরঝিল এলাকায় ভোর ০৬:০০টা থেকে ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। এদিন সকাল ০৭:৩০টায় হাতিরঝিল এম্ফিথিয়েটারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল উদ্দীন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম। ম্যারাথন প্রতিযোগিতার রেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন বিমানের মহাব্যবস্থাপক, জনাব শাকিল মেরাজ।
০১ ও ০২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বিমানের প্রধান কার্যালয় বলাকায় রেস এক্সপো অনুষ্ঠিত হবে এবং প্রতিযোগিদের মাঝে রেস কিট সরবরাহ করা হবে। উল্লেখ্য, ২০২২ সালেও বিমান জাকজমকপূর্ণভাবে হাফ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছিল।