সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৪ অক্টোবর সকাল ১০.০০ ঘটিকায় ‘আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২২’ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ মোক্তার হোসেন, মহিলা বিষয়টি অধিদপ্তর, জামালপুর এর উপপরিচালক জনাব কামরুন নাহার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব সুলতানা আহমেদ স্বপ্না সহ জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীবৃন্দ।