আবুল খায়ের গ্রুপের “7 Habits of Highly Effective People” প্রশিক্ষণ কর্মশালা

কোম্পানির প্রতিটি বিভাগীয় প্রধানদের আরও সুদক্ষ করে তুলতে ‘7 Habits of Highly Effective People’

এর আয়োজন করেছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। গত বুধ ও বৃহস্পতিবার ঢাকার গুলশানে অবস্থিত সিক্স সিজনস হোটেলে এ প্রশিক্ষণ কর্মশালা দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

এতে ফ্র্যাংকলিন কভির প্রণিত সেভেন হ্যাবিটস কর্ম কৌশলের আলোকে সঠিক সার্ভিস পৌঁছে দিতে বিভিন্ন কৌশল, স্টেকহোল্ডারদের সঙ্গে কার্যকর যোগাযোগ, টিম পরিচালনার জন্য নেতৃত্বের গুণাবলী এবং ব্যবসায়িক কার্যকর আলোচনা সফলভাবে সম্পন্ন করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি গ্রুপ ভিত্তিক অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন কর্মতৎপরতার হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে বাছাইকৃত ২৯ জন বিভাগীয় প্রধানদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন হেড অব সেলস এক্সেলেন্স সুবেহ খাঁন, কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন কর্পোরেট ট্রেইনার গৌতম গুপ্তা, এইচ-আর অডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের নাফিস আলি আহসান প্রমুখ

আরও দেখুন

অপো নিয়ে এলো নতুন রেনো১২ ৫জি-

  ফোনটিতে রয়েছে অত্যাধুনিক লাইভ ফটো, এআই ক্লিয়ার, বেস্ট ফেস ও জেনারেটিভ এআই।   আর্টিফিসিয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *