মারা গেছেন দেশের খ্যাতিমান নির্মাতা সোহানুর রহমান সোহান। তার হাত ধরেই ফিল্মি দুনিয়ায় এসেছেন সালমান শাহ ও মৌসুমী। শাকিব খানের নামটিও তারই দেওয়া। আকস্মিক প্রয়াণে মাসুদ রানা ওরফে শাকিব খান স্মৃতিচারণা করলেন প্রয়াত এই নির্মাতাকে নিয়ে।
তার নামটিও সোহানুর রহমান সোহান দিয়েছেন উল্লেখ করে বলেন, ‘আমার এই শাকিব খান নামটি সোহান ভাইয়ের দেওয়া।
সত্যি কথা বলতে, তার সম্পর্কে কিছু বলার বা লেখার ভাষা হারিয়ে ফেলেছি। ভাবি এবং সোহান ভাইকে মহান আল্লাহ পরপারে শান্তিতে রাখুন।’
Source: kalerkantho.com