শিরোনাম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং থেরাপ (বিডি) লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং থেরাপ (বিডি) লিমিটেড -এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ২৮ সেপ্টেম্বর ২০২২ (বুধবার) ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া এবং থেরাপ (বিডি) লিমিটেডের এইচআর এবং ভাইটাল অ্যাসেটসের সম্মানিত পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ শামীম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতা চুক্তি অনুযায়ী ইউআইইউ এবং থেরাপ (বিডি) লিমিটেড যৌথভাবে বিভিন্ন প্রোগ্রাম এবং গবেষণা প্রকল্পের ব্যবস্থা করবে। থেরাপ (বিডি) লিমিটেড প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় ইন্টার্নশীপ এবং চাকুরির ক্ষেত্রে ইউআইইউ শিক্ষার্থীদের সুযোগ সুবিধা ও অগ্রাধিকার দিবে।

উক্ত অনুষ্ঠানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র পক্ষ থেকে সাবেক উপাচার্য এবং বিওটির উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান, স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. রাকিবুল মোস্তফা, কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. সালেকুল ইসলাম, রেজিষ্ট্রার ডাঃ জুলফিকার রহমান এবং থেরাপ (বিডি) লিমিটেডের পক্ষ থেকে সফটওয়্যার অপারেশনস পরিচালক মোঃ নজরুল ইসলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পরিচালক জনাব তাহসিন মোহাম্মদ, বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক জনাব প্রত্যয় ইকবাল সহ কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিল

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাউথইস্ট ইউনিভার্সিটির চার শিক্ষার্থী শহিদ মোঃ রাব্বি মিয়া, শহিদ রাকিব হোসাইন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *