বাংলাদেশে প্রতি বছর বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় নিরাপদ পানির সংকট সৃষ্টি হয়, যা শিশুদের মধ্যে ডায়রিয়া, কলেরাসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বাঁড়ায়।
শুধু নিরাপদ পানিই নয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এর মত মৌলিক অধিকারগুলো অনিশ্চিত হয়ে পড়ে। তাই শিশুদের সুরক্ষায় জলবায়ু মোকাবেলায় আমাদের অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। ইউনিসেফ বাংলাদেশ।