জনতা ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল, ইতালির মিলান শাখায় এক গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার, ০৪ নভেম্বর অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জনতা এক্সচেঞ্জ কোম্পানীর ভারপ্রাপ্ত এমডি কাজী মোঃ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মিলান শাখার ব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় মিলান প্রেস ক্লাবের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম কাউসার, সামাজিক সংগঠক জামাল আহমেদসহ প্রবাসী ব্যবসায়ী নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. এস. এম. মাহফুজুর রহমান বলেন, গ্রাহক ও রেমিটারদের সুবিধা বিবেচনা করে ইতালিতে এজেন্ট নিয়োগের মাধ্যমে গ্রাহকের দোড়গোরায় ব্যাংকিং সেবা নিয়ে যাবে জনতা এক্সচেঞ্জ।
আরও দেখুন
জনতা ব্যাংকের পিসিআই-ডিএসএস সনদ অর্জন
জনতা ব্যাংক পিএলসি. সম্প্রতি ২য় বারের মতো কার্ড ব্যবসা পরিচালনায় নিরাপত্তা ও গ্রাহক ডাটার সুরক্ষা …