যুক্তরাজ্যভিত্তিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউজ ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যানালিটিকা প্রদত্ত “আইআরবিএ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ফর ইসলামিক রিটেইল ব্যাংকিং ইন বাংলাদেশ ২০২২” অর্জন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ৮ম ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস এন্ড সামিট-২০২২ অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংককে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বিশ্বব্যাপী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ইসলামিক ব্যাংকিং-এ দক্ষতা ও কর্মক্ষমতা বিশ্লেষণ করে এবং ইসলামিক রিটেইল ব্যাংকিং-এর উন্নয়ন, প্রবৃদ্ধি এবং সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এই মর্যাদাপূর্ণ পুরষ্কার প্রদান করা হয়। ক্যামব্রিজ ইনস্টিটিউট অফ ইসলামিক ফাইন্যান্স কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্র, এশিয়া এবং আফ্রিকার ইসলামী ব্যাংক এবং রিটেইল আর্থিক প্রতিষ্ঠানগুলির বৈশ্বিক র্যাংঙ্কিংয়ের ভিত্তিতে এই পুরস্কার দেয়া হয়।
আরও দেখুন
ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশের টেক জায়ান্ট এবং সেরা ব্র্যান্ড ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ শীর্ষক …