উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নিয়ামতপুর, নওগাঁর স্বাস্থ্য সেবায় যোগ হল আরো একটি দিগন্ত।জেনারেল সার্জারীর মাইনর কেস গুলো আগে অপারেশন হলেও আজ অ্যাপেন্ডিসেকটমির মাধ্যমে শুরু হল মেজর অপারেশন।
অপারেশন টিমে ছিলেন ডা.সাইফুল ইসলাম জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা.তারিকুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট (এ্যানাসথেসিয়া) ডা.জয়ন্ত প্রামানিক, মেডিকেল অফিসার।
সহযোগিতায় ছিলেন সকল মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফবৃন্দ এবং হাসপাতালের সকল স্টাফ।
সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.মাহবুব-উল আলম।