উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দোহার এর মাসিক ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন:ডা মোঃ জসিম উদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দোহার ঢাকা,
সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করে: ডা নুসরাত তারিন তন্নি, মেডিকেল অফিসার-রোগ নিয়ন্ত্রণ। ফুলের তোড়া দিয়ে বরণ করেন স্বাস্থ্য সহকারী শিউলি আক্তার। স্বাস্থ্য পরিদর্শক হিসেবে তপন চন্দ্র সরকার নতুন যোগদান করায় তাকে ফোলের তোড়া দিয়ে বরণ করেন অর্চনা সূত্রধর, স্বাস্থ্য সহকারী অত্র স্বাস্থ্য কমপ্লেক্স। নরমাল ডেলিভারি অগ্রগতি, প্রচন্ড গরমে স্বাস্থ্য কর্মীদের করণীয় এবং হাসপাতাল ও মাঠকর্মীদের দায়িত্ব ও কর্ম টার্গেট -অর্জন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।