শিরোনাম

এক্সিলেন্স বাংলাদেশ’র আয়োজনে তারুণ্যের প্রতিধ্বনি

তারণ্যের দক্ষতা উন্নয়নের সংগঠন “এক্সিলেন্স বাংলাদেশ” এর আয়োজনে গতকাল অনুষ্ঠিত হলো “মিট দ্যা ইয়াং স্টার” শীর্ষক আলোচনা অনুষ্ঠান।আয়োজনটির মূল সহযোগীতায় ছিলেন “নূরতাজ অনলাইন শপিং মল”।

আয়োজনে সংগঠনটির সাবেক এলামনাই, দেশের নানা প্রান্তের দারুণ কিছু তরুণ উদ্যোক্তা, সংগঠক এবং কর্পোরেটের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও এক্সিলেন্স বাংলাদেশের বিভিন্ন ইউনিটের শিক্ষার্থীরা অংশ নেন।

শনিবার বিকেলে রাজধানীর প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে আয়োজনটিতে এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও বেনজির আবরারের স্বাগত বক্তব্যে তিনি বলেন, “আজ পুরোনো কে মনে করবার দিন, আমাদের প্লাটফর্মে অসংখ্য ছেলেমেয়ে তাদের পড়াশোনার সময় শেষে সাবেক হন, তাদের একটা বড় অংশকে আজ পেয়েছি অনুষ্ঠানে। এরমাঝেই আমাদের ছেলেমেয়েরা দেশের শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে চাকরী পেতে শুরু করেছেন। আমরা মূলত নেটওয়ার্কিং টা করতেই আজকের বিকেলটা’র আয়োজন করা। তিনি আরো যুক্ত করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো এখন সময়ের দাবী।”

আয়োজনে উপস্থিত ছিলেন ভেন্যু পার্টনার প্রেসিডেন্সী ইউনিভার্সিটির হেড অফ এডমিশন এন্ড ব্রান্ডিং আব্দুল গাফফার হিরক, নুরতাজ অনলাইন শপিং এর প্রধান নির্বাহী মোঃ সেলিম শেখ, ওয়ালটন এর ডেপুটি অপারেটিভ ডিরেক্টর জীবন আহমেদ, প্রেসিডেন্সী ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসান, উইমেন এন্ড ই-কমার্স ফোরামের ডিরেক্টর ইমানা হক জৈতি, জাগো নিউজ২৪ ডটকমের ফিচার বিভাগের প্রধান সালাহউদ্দিন মাহমুদ, ঢাকা বিজনেস এর স্টাফ রিপোর্টার হাকিম মাহী, বাংলার মিঃ বিন খ্যাত জাদুশিল্পী রাশেদ শিকদারসহ এক্সিলেন্স বাংলাদেশের সেন্ট্রাল টিম ও এলামনাইবৃন্দ।

আয়োজনজুড়েই এলামনাইবৃন্দ ও অতিথিবৃন্দ এক্সিলেন্স বাংলাদেশের নানা কাজের প্রশংসা করেন।

আয়োজনের একটি পর্বে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন তানজীম শাহরিয়ার মাহিন, সুমাইয়া রিমা, নিশাত তাসনীম। সর্বশেষে মিঃবিনের জাদুকরী পরিবেশনা মুগ্ধ করে সবাইকে।

আয়োজনের স্ট্র্যাটেজীক পার্টনার হিসেবে ছিলেন জবপোর্টাল “সম্ভব”, ফটেগ্রাফি পার্টনার ছিলেন,” আর্টফুল মাল্টিমিডিয়া”, ভেন্যু পার্টনারশীপে ছিলেন “প্রেসিডেন্সী ইউনিভার্সিটি”।

আরও দেখুন

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশের টেক জায়ান্ট এবং সেরা ব্র্যান্ড ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ শীর্ষক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *