শিরোনাম

এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অনলাইনে মিউনিসিপ্যালিটি ফি গ্রহণের লক্ষ্যে নড়াইল পৌরসভা ও ব্র্যাক ব্যাংকের মধ্যে চুক্তি

ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নাগরিকদের জন্য মিউনিসিপ্যালিটি ফি পেমেন্ট সহজতর করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক এবং নড়াইল পৌরসভার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় নড়াইল পৌরসভার বাসিন্দারা ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে তাঁদের পৌরসভা ফি পরিশোধ করতে পারবেন।
চুক্তিটি নড়াইল পৌরসভার নাগরিকদের সুবিধাজনক এবং ঝামেলাহীন অনলাইন ব্যাংকিং সেবা দেবে। এর ফলে তাঁরা পৌরসভা অফিস প্রাঙ্গনে অবস্থিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের সুবিধামতো পৌরসভা ফি পরিশোধ করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নড়াইল পৌরসভার নাগরিক সেবা উন্নত করতে ব্যাপক ভূমিকা রাখবে।
১৬ জুলাই ২০২৪ নড়াইল পৌরসভা কার্যালয়ে পৌরসভার মেয়র আঞ্জুমান আরা এবং ব্র্যাক ব্যাংক পিএলসি’র ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ডিপোজিট মোবিলাইজেশনের ইউনিট হেড মাহাবুবুর রশিদ এবং সাউথ বেঙ্গল রিজিয়নের রিজিওনাল হেড আল আমিন শেখ। এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও দেখুন

বন্যায় ক্ষতিগ্রস্থ ওয়ালটন পণ্য মেরামতে গ্রাহকদের ফ্রি সার্ভিস প্রদানের ঘোষণা  

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে বিপুল সংখ্যক গ্রাহকের পরিবারে ব্যবহৃত ওয়ালটন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *