শিরোনাম

এনজিও নিবন্ধন পেল ‘সাইক’

কারিগরি শিক্ষা, নার্সিং এডুকেশন, হেলথ এলাইড প্রোগ্রাম; দক্ষতা উন্নয়ন সেক্টরে অনন্য ‘সাইক গ্রুপ’ এর স্বেচ্ছাসেবী সংস্থা- স্যোসাল একটিভিটি ফর ইন্টেগরেটেড কমিউনিটি (SAIC) এনজিও হিসেবে নিবন্ধন পেয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ মে’২০২৪ ইং) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ এনজিও বিষয়ক ব্যুরো এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংক্রান্ত সার্টিফিকেট হস্তান্তর করা হয়।

ব্যুরো মহা পরিচালক ( গ্রেড-১) জনাব মো. সাঈদূর রহমান SAIC এর নির্বাহী পরিচালক সোহেলি ইয়াসমিন এর হাতে সনদ তুলে দেন।

এ সময় পিপিপি কর্তৃপক্ষ এর প্রধান নির্বাহী কর্মকর্তা- সিইও ড. মুশফিকুর রহমান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ফসিউল্লাহ, বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব মো. মহসিন, ব্যুরোর অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান, যুগ্মসচিব মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য করমকরতা্রা উপস্থিত ছিলেন।

এছাড়া নতুন এ সংস্থাটির পক্ষে চেয়ারম্যান- শহীদুল্লাহ কায়সার, কোষাধ্যক্ষ- রফিকুল ইসলাম, সাইক গ্রুপের পরিচালক (কমিউনিকেশন) নূরনবী সিদ্দিক সুইন উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে আরো দুইটি এনজিও’কে সনদপত্র হস্তান্তর করা হয়।

ব্যুরো মহা পরিচালক ( গ্রেড-১) জনাব মো. সাঈদূর রহমান বলেন, আপনারা আপনাদের কাজের জায়গায় অত্যন্ত সফল। আপনাদের নতুন এ পথচলাকে স্বাগত জানাই। এনজিও ব্যুরো আপনাদের পাশে আছে। দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশে থেকে দেশকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবেন এমনটাই আশা করছি।

 

 

আরও দেখুন

শিল্প পণ্য উৎপাদনে সক্ষমতা তুলে ধরতে আবারো এটিএস এক্সপো আয়োজন করছে টেক জায়ান্ট ওয়ালটন

দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের একক বৃহৎ শিল্পমেলা এটিএস এক্সপো-২০২৪। এই বৃহৎ শিল্পমেলা আয়োজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *