এশিয় কাপ শেষ ফর্মে থাকা ব্যটার নাজমুল হোসেন শান্তর। ফিরতে হচ্ছে দেশে।
এমন শঙ্কা শুরু হয়েছিল আগে থেকেই। আফগানিস্তান ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তর চোট হ্যামস্ট্রিংয়ে।
আফগানিস্তানের বিপক্ষে বিশাল জুটি গড়া মেহেদী হাসান মিরাজ ও নাজমুল, দু’জনেরই ক্র্যাম্প করেছিল।
১১৯ বলে ১১২ রান করার পর মিরাজকে ব্যাটিং থামিয়ে ফিরে আসতে হয়। নাজমুল আউট হয়ে ফিরে আসার পর আর ফিল্ডিংয়েও নামেননি। আজ জানা গেল এশিয়া কাপেই খেলা হবে না শান্তর।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শান্ত লিখেছেন, ‘আমার এশিয়া কাপ ২০২৩ এর যাত্রা এখানেই শেষ হলো।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘শান্ত তার হ্যামস্ট্রিংয়ের চোটের কথা আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় জানিয়েছিল। পরে ফিল্ডিংও করতে পারেনি। আমরা এমআরআই করিয়ে একটা মাসল টিয়ার পেয়েছি।