শিরোনাম

এশিয়া কাপ থেকে ছিটকে গিয়ে যা বললেন শান্ত

 

এশিয় কাপ শেষ ফর্মে থাকা ব্যটার নাজমুল হোসেন শান্তর। ফিরতে হচ্ছে দেশে।

এমন শঙ্কা শুরু হয়েছিল আগে থেকেই। আফগানিস্তান ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তর চোট হ্যামস্ট্রিংয়ে।

আফগানিস্তানের বিপক্ষে বিশাল জুটি গড়া মেহেদী হাসান মিরাজ ও নাজমুল, দু’জনেরই ক্র্যাম্প করেছিল।

১১৯ বলে ১১২ রান করার পর মিরাজকে ব্যাটিং থামিয়ে ফিরে আসতে হয়। নাজমুল আউট হয়ে ফিরে আসার পর আর ফিল্ডিংয়েও নামেননি। আজ জানা গেল এশিয়া কাপেই খেলা হবে না শান্তর।

হ্যামস্ট্রিংয়ে স্ক্যানও করানো হয়েছিল শান্তর। সেটির রিপোর্ট পাওয়া যায় মঙ্গলবার বিকেলে। এরপর এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই দেন শান্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শান্ত লিখেছেন, ‘আমার এশিয়া কাপ ২০২৩ এর যাত্রা এখানেই শেষ হলো।

বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন শান্ত, ‘টুর্নামেন্টের বাকি সময়ের জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল। শিগগিরই দেশে ফিরছি এবং বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করব।’

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘শান্ত তার হ্যামস্ট্রিংয়ের চোটের কথা আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় জানিয়েছিল। পরে ফিল্ডিংও করতে পারেনি। আমরা এমআরআই করিয়ে একটা মাসল টিয়ার পেয়েছি।

যার প্রেক্ষিতে এশিয়া কাপে তার খেলা হচ্ছে। দেশে ফিরে পুনর্বাসন ও বিশ্বকাপ প্রস্ততি শুরু করবেন তিনি।

আরও দেখুন

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ স্থায়ী ক্যাম্পাসে সফলভাবে আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন করেছে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আন্তঃবিভাগীয় এ টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের প্রতিযোগী দলগুলো অংশগ্রহণ করেছে। ব্যতিক্রমী ক্রিকেটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *