এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে আফগানিস্তান দল। তারা মনে করছে ওয়ানডেতে বাংলাদেশ ক্রিকেট দল অনেক শক্তিশালী হলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশের তুলনায় তারা অনেক এগিয়ে।
তবে আফগানিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ নবী মনে করেন শারজায় পিচের কন্ডিশন অনেকটা বাংলাদেশের পিচের কন্ডিশন এর মত সে ক্ষেত্রে বাংলাদেশ দল পেতে পারে হোম কন্ডিশন এর সুবিধা।
অন্যদিকে এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ দল।
কাগজে-কলমে টি২০ তে বাংলাদেশ ক্রিকেট দল শক্তিশালী না হলেও সাকিব আল হাসানের নেতৃত্বে দলটি ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে।
অভিজ্ঞ এবং তরুণদের সংমিশ্রণে গঠিত দলটিতে রয়েছে অনেক প্রতিভাবান ক্রিকেটার যারা এশিয়া কাপে ভাল করার জন্য কঠোর পরিশ্রম করছে। যদি সারজার উইকেট এবং বাংলাদেশের শক্তিশালী ব্যাটিং লাইনআপ ক্লিক করে তাহলে এবারের এশিয়া কাপে সাকিবের নেতৃত্বে অন্যরকম বাংলাদেশ দেখবে ক্রিকেট বিশ্ব।