শিরোনাম

এসবিএসি ব্যাংকের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ১০ম বার্ষিক সাধারণ সভা চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সভাপতিত্বে রোববার প্রধান কার্যালয় থেকে ভার্চ্যুয়াল প্লাটফরমে অনুষ্ঠিত হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান। কোম্পানি সেক্রেটারি মোঃ মোকাদ্দেস আলী এফসিএস-এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ এমদাদুল হক। এছাড়া ভার্চু্য়ালি উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব, পরিচালক এজেডএম শফিউদ্দিন (শামীম), ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, হাফিজুর রহমান বাবু, আনোয়ার হোসেন, মোহাম্মাদ নাওয়াজ, মোসা. নাসিমা বেগম, মো. শেখ সাইদুজ্জামান, মোহাম্মদ নাজমুল হক, মুহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ মাহবুবুর রহমান ও মোঃ এমদাদুল হক, স্বতন্ত্র পরিচালক মো. সাজিদুর রহমান, প্রফেসর মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়া এবং জিয়াউর রহমান জিয়া এফসিএসহ অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডারবৃন্দ। সভায় ২০২২ সালের আর্থিক বিবরণী এবং শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে তিন শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

আরও দেখুন

শিল্প পণ্য উৎপাদনে সক্ষমতা তুলে ধরতে আবারো এটিএস এক্সপো আয়োজন করছে টেক জায়ান্ট ওয়ালটন

দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের একক বৃহৎ শিল্পমেলা এটিএস এক্সপো-২০২৪। এই বৃহৎ শিল্পমেলা আয়োজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *