ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিদ্যুৎ ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
বৃহস্পতিবার (৭ মার্চ ২০২৪) সকাল সাড়ে ৯ টায় বিদ্যুৎ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ডেসকো’র পক্ষ থেকে ডেসকো বোর্ডের চেয়ারম্যান বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডেসকো’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক খন্দকার জহিরুল ইসলাম, ডেসকো’র নির্বাহী পরিচালক ফাইন্যান্স মোঃ তোফাজ্জল হোসেন, নির্বাহী পরিচালক প্রকৌশল জগদীশ চন্দ্র মন্ডল, নির্বাহী পরিচালক অপারেশন মো. জাকির হোসেন, নির্বাহী পরিচালক সংগ্রহ এ কে এম মহিউদ্দিন, উপ- মহাব্যবস্থাপক প্রশাসন গাজী শাহরিয়ার পারভেজসহ ডেসকো’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।