শিরোনাম

কপ-২৮: স্থানীয় এবং বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে প্রত্যাশা বিষয়ক সীডের ওয়েবিনার”

 

দ্য সোসাইটি অব এক্সপার্টস অন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট-এর (সীড) আয়োজনে কপ-২৮ সম্মেলন ২০২৩ উপলক্ষ্যে এক বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে স্থানীয় ও বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে কী প্রত্যাশা করা যেতে পারে এবং বিশ্বব্যাপি এর গুরুত্ব তুলে ধরতে এই ওয়েবিনারটি আয়োজন করা হয়।

 

ওয়েবিনারে সভাপতিত্ব করেন সীড-এর সভাপতি ও কো-চেয়ারম্যান, স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক এবং প্রাক্তন মুখ্য সচিব মো: আবুল কালাম আজাদ। আরও অংশগ্রহণ করেন সীড-এর প্রধান উপদেষ্টা ড. কাজী খলিকুজ্জামান। স্থানীয় দৃষ্টিকোণ বিষয়ে উপস্থাপনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী; এবং বৈশ্বিক দৃষ্টিকোণ উপস্থাপনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো: জিয়াউল হক।

 

আলোচক হিসেবে অংশগ্রহণ করেন সীড-এর সহ-সভাপতি ড. আইনুন নিশাত; সীড-এর সহ-সভাপতি ড. মোহাম্মদ আসাদুজ্জামান; এবং বুয়েট-এর অধ্যাপক প্রফেসর সাইফুল ইসলাম। কপ-২৮ সম্মেলন নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন শিক্ষার্থী প্রতিনিধি মাহিনূর ইকরাম; এবং লস অ্যান্ড ড্যামেজ বিষয়ে উপস্থাপনা করেন এক্সকম-এর সদস্য ও পরিবেশ বিষয়ক আইনজীবী হাফিজুল ইসলাম। ওয়েবিনার সঞ্চালনা করেন সীড-এর সাধারন সম্পাদক ড. নূরুল কাদির এবং সীড-এর মো: যুগ্ম-সম্পাদক নাজমুস সাদাত।

 

সীড-এর প্রধান উপদেষ্টা ড. কাজী খলিকুজ্জামান বলেন, “জলবায়ু পরিস্থিতি বর্তমানে এতটা সংকটাপন্ন যে আগামী ২ মিলিয়ন বছরের মধ্যে পৃথিবীর গ্রিন হাউজ গ্যাস ধ্বংস হয়ে যাবে। চলতি বছরের জুন-জুলাই মাসে রেকর্ড উষ্ণ তাপমাত্রা এবং চলতি বছর ইতোমধ্যেই বাংলাদেশ ৩টি ঘূর্ণিঝড় উল্লেখিত ভয়াবহতার স্পষ্ট প্রমাণ। এসবের ফলে সৃষ্ট ক্ষতি মোকাবেলায় আমরা ইতোমধ্যেই প্রায় ৬ বিলিয়ন ডলার নিজস্ব তহবিল থেকে খরচ করেছি। তবে এই ঘটনাগুলো বিশ্বব্যাপি ঘটছে, যা ভবিষ্যতে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই কপ-২৮ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলকে গ্রিন হাউজ গ্যাস সংরক্ষণের পাশাপাশি অভিযোজন, বৈদেশিক সহায়তা ইত্যাদি বিষয়গুলো আন্তর্জাতিক মহলে জোরালোভাবে তুলে ধরতে হবে।”

 

সীড-এর সভাপতি মো: আবুল কালাম আজাদ বলেন, “আমরা সম্মেলনে আমাদের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরবো, কিন্তু সেখান থেকে সাহায্য আসবে এই আশায় উন্নয়ন থামিয়ে রাখলে চলবে না। আমরা গতবছর কপ পূর্ববর্তী-পরবর্তী ও কপ চলাকালীন ওয়েবিনার আয়োজনে করে সম্মেলনের যাবতীয় তথ্যাদি নিয়ে আলোচনা করেছিলাম এবং এবছরও এর ব্যতিক্রম হবে না। চলতি মাসের ২৪ তারিখ কপ-২৮ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে এবং ডিসেম্বরের শুরুতে আমরা আরও একটি ওয়েবিনার আয়োজনের প্রত্যাশা করছি।”

 

উল্লেক্ষ্য, ১৯৯২ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশন গ্রহণের মাধ্যমে বিশ্বনেতারা শীর্ষ কিছু লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে আলোচনা করতে প্রতিবছর বিশেষ সম্মেলনের আয়োজন করে। সেই ধারাবাহিকতায় আগামী ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত-এর দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনফারেন্স অব পার্টিস ‘কপ-২৮ সম্মেলন’, যা এখন পর্যন্ত সবচেয়ে বড় ও গুরুত্ববহ হবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুন

শিল্প পণ্য উৎপাদনে সক্ষমতা তুলে ধরতে আবারো এটিএস এক্সপো আয়োজন করছে টেক জায়ান্ট ওয়ালটন

দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের একক বৃহৎ শিল্পমেলা এটিএস এক্সপো-২০২৪। এই বৃহৎ শিল্পমেলা আয়োজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *