সুখের প্রত্যাশা
প্রকৌ:মো:আনোয়ার হোসেন
তুমি আমার কবিতার প্রথম পাঠক বলে বলছি না
তুমি আমার ভালোবাসা বলেও নয়
তুমি সত্যি দেখে নিও এক দিন আমার সব হবে, সব থাকবে
আনন্দময় জীবন হবে ।
টিনের একটি ঘর হবে
বিস্তৃতজোড়া উঠোন থাকবে
মাচা ভরা লাউ থাকবে,শিম হবে।
লাউ ফুলের বড়া করবে
এক দিন আমার সব হবে
আনন্দময় জীবন হবে।
ঘরের কোণায় কাঠের একটি আলমিরা থাকবে
তাতে তোমার শাড়ী রাখবে
শাড়ীর চওড়া লাল পাড় হবে
বাক্স ভর্তি কাঁচের চুড়ি থাকবে।
এক দিন আমার সব থাকবে
সুখের একটি জীবন হবে।
ঘরের অদূরে রূপসী নদী বয়ে যাবে
ঐ নদীতে পাল তোলা নৌকা থাকবে
জ্যোৎস্নার রাতে ঝিরিঝিরি বাতাসে নৌকা চলবে স্রোতের টানে।
তুমি সেথায় গান করবে আপন মনে
এক দিন আমার সব থাকবে
সুখের একটি জীবন হবে ।
টিনের চালে বৃষ্টি পড়বে
রিমঝিম সুর তুলবে
সকাল বেলা পাখী ডাকবে
সূর্যের আলোতে ঘুম ভাঙ্গবে
এক দিন আমার সব থাকবে
সুখের একটি জীবন হবে।
ঘরের বাইরেই নীল আকাশ থাকবে
আকাশ জুড়ে মেঘ ভাসবে
তারাগুলো খেলা করবে
চাঁদের আলো সব কিছুকেই ভাসাবে।
এক দিন আমার সব থাকবে
সুখের একটি জীবন হবে।
রূপসী নদীর জলের মত স্বচ্ছ,সরল জীবন হবে
আমার পাশে তুমি রবে
একদিন আমাদের সব থাকবে
আনন্দময় জীবন হবে।।