কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় গত ০৪ নভেম্বর, ২০২৩ বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৩ উপলক্ষে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট (বিডিডিটি) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট (বিডিডিটি) এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্ট, জনাব মোঃ মনিরুজ্জামান খানের সভাপতিত্তে সিআরপি, মিরপুরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপির নির্বাহী পরিচালক, ডঃ মোহাম্মদ সোহরাব হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অফ সিআরএম, হাসি রাণী বেপারী সহ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।