কাতার বিশ্বকাপ ২০২২ থেকে কত প্রাইজমানি পাবে দলগুলো

কাতার বিশ্বকাপ ২২তম আসরে চ্যাম্পিয়ন দল আর্থিক পুরস্কার হিসেবে পাবে ৪ কোটি ২০ লাখ ডলার যা প্রায় বাংলাদেশি মুদ্রায় ৪৩৩ কোটি ৬০ লাখ টাকা। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের চেয়ে এবারের প্রাইজমানি ৪০ মিলিয়ন ডলার বেশি।

এবারের বিশ্বকাপের সর্বমোট প্রাইজমানি ধরা হয়েছে ৪৪০ মিলিয়ন ডলার। এছাড়া আসরের সেরা ফুটবলার, গোলরক্ষক এবং সর্বোচ্চ গোলদাতার জন্যও থাকবে আলাদা পুরস্কার।

এক নজরে দেখা যাক কাতার বিশ্বকাপ ২০২২ এর প্রাইজমানি:

চ্যাম্পিয়ন : ৪ কোটি ২০ লাখ ডলার

রানার্স আপ : ৩ কোটি ২০ লাখ ডলার

তৃতীয়স্থান অর্জনকারী দল : ২ কোটি ৬০ লাখ ডলার

চতুর্থস্থান অর্জনকারী দল : ২ কোটি ২২ লাখ ডলার

কোয়ার্টারফাইনাল খেলা দল : ১ কোটি ৬০ লাখ ডলার।

নক আউট পর্বে যাওয়া দল : ১ কোটি ২০ লাখ ডলার।

গ্রুপ পর্বে অংশগ্রহণকারী দল : ৮০ লাখ ডলার।

এছাড়া বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দলই অন্তত ২৫ লাখ ডলার করে পাবে।

আরও দেখুন

কুষ্টিয়ায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

“মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারোমাস” এই স্লোগানে দেশের প্রতিটি জেলায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *