শিরোনাম

কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করলেন তামিম-সাকিবরা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের ঘরে জন্ম তাঁর। দেশজুড়ে পালিত হচ্ছে জাতির জনকের ১০৩তম জন্মবার্ষিকী। শুক্রবার অনুশীলন শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কেটেছে বাংলাদেশ ক্রিকেট দলও।

শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয় তামিমদের অনুশীলন। অনুশীলন শেষে দুপুর ১টার দিকে স্টেডিয়ামের ড্রেসিংরুম প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী কেক কেটে উদযাপন করেন ক্রিকেটাররা। দলের ক্রিকেটারদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কোচিং স্টাফও। কেক কাটার মূল দায়িত্ব পালন করেন তৌহিদ হৃদয়। তার পাশে দাঁড়ান সাকিব-তামিমরা।
উল্লেখ্য, আগামী ১৮, ২০ এবং ২৩ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ওয়ানডে। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর ২টায়। তবে সিরিজের শেষ ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে – ২৭, ২৯ ও ৩১ মার্চ।
সূত্র.কালের কন্ঠ

আরও দেখুন

তিতাস গ্যাসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

গতকাল ২৪ ফেব্রুয়ারি ২০২৪ রোজ শনিবার তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড-এর বার্ষিক ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *