আজ ২১/১১/২০২২ তারিখে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মো. মোজাফ্ফর হোসেন অডিটোরিয়ামে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, ভূট্টা, মসুর, মুগ ও শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, সার বিতরণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব লি্টুস লরেন্স চিরান -এর সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শ্রাবস্তী রায়।
এছাড়াও এই সমাবেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।