শিরোনাম

গুলশান-বনানী-বারিধারায় তিতাস গ্যাস এর অভিযান

রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করতে এবং বকেয়া বিল আদায়ে দুই দিনের বিশেষ অভিযানে নেমেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড। আজ সোমবার প্রথম দিনে ২৪টি টিম বিশেষ অভিযানে নেমে অবৈধ ও বকেয়া বিলের কারণে ৪৮টি গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। আগামীকাল মঙ্গলবারও চলবে অভিযান।

তিতাসের মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহাব্যবস্থাপক মো. রশিদুল আলম বিজনেস বার্তা ডট কম কে বলেন ‘তিতাসের মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-৪ এর অধীভূক্ত বেশকিছু এলাকায় দুইদিনের বিশেষ অভিযানে নেমেছে তিতাসের ২৪ টিম। প্রথমদিনে ২০০ গ্রাহকের আঙিনা পরিদর্শন করে ৪৮ গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।’

রশিদুল আলম আরো বলেন,এমন কিছু গ্রাহক আছে যারা বছরের পর বছর বিল বকেয়া রেখেছে এবং অবৈধ ভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করছে। ‘মূলত বারবার নোটিশ দেওয়ার পরেও বকেয়া বিল পরিশোধ না করায় ও অবৈধ গ্যাস সংযোগ থাকায় এসব সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে।’

আরও দেখুন

নাগরিক ও ওয়ারিশান সনদসহ কাউন্সিলর প্রদত্ত অন্যান্য সনদ দেবে ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা

নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, পারিবারিক সনদসহ (সাবেক) ওয়ার্ড কাউন্সিলরদের কাছ হতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *