শিরোনাম

ঘূর্ণিঝড় ‘হামুনে’ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছ পড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় কয়েকটি গাছ উপড়ে পড়েছে মহাসড়কে। এসময় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদিন কালের কণ্ঠকে বলেন, রাতেই ঘূর্ণিঝড়ের প্রভাব শুরুর পর চন্দনাইশের গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর বেশকিছু গাছ উপড়ে পড়েছে।

সঙ্গে একটি বৈদ্যুতিক খুঁটিও সড়কে পড়েছে। ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সব ধরনের যানচলাচল বন্ধ। আমরা এক ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসকে নিয়ে গাছগুলোর অপসারণে কাজ করছি। গাছের পরিমাণ এত বেশি যে আরো কয়েক ঘণ্টা লাগতে পারে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

আবহাওয়া অফিস জানায়, শক্তি হারিয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় হামুনের অগ্রভাগ আঘাত হানে চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে। কক্সবাজারের কুতুবদিয়ার কাছ দিয়ে অতিক্রম করা শুরু করে এই ঘূর্ণিঝড়। এটি শেষ রাত নাগাদ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল দিয়ে অতিক্রম সম্পন্ন করতে পারে।

এর প্রভাবে বইছে তীব্র ঝড়ো বাতাস, আর বৃষ্টি হচ্ছে।
সূত্র :কালের কন্ঠ 

আরও দেখুন

নাগরিক ও ওয়ারিশান সনদসহ কাউন্সিলর প্রদত্ত অন্যান্য সনদ দেবে ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা

নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, পারিবারিক সনদসহ (সাবেক) ওয়ার্ড কাউন্সিলরদের কাছ হতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *