দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী বন্দর নগরী চট্টগ্রামে ৪১ কোটি ৪২ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ করেছে। ১২ জুন ২০২৩ নগরীর জিইসি কনভেনশন আয়োজিত বীমা দাবীর চেক প্রদান ও কর্মী সম্মেলনে গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক বিতরণ করা হয়। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালক ইঞ্জিনিয়ার আলী আহমেদ, বিশেষ অতিথি ছিলেন পরিচালক মোঃ শহীদুল ইসলাম চৌধুরী ও পরিচালক ডাঃ শামীম খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, এএমডি মোঃ আবুল কাসেম, এসইভিপি মোঃ এনামুল হক, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন ও প্রশিক্ষণ বিভাগের প্রধান মাহবুব নুরুজ্জামান লিটন। অনুষ্ঠানে চট্টগ্রাম এরিয়ার প্রায় এক হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।
আরও দেখুন
‘অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান’
গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে …