জনতা ব্যাংক লিমিটেড এর ‘নৈতিকতা কমিটি’র ২০২২-২৩ অর্থবছরের ১ম ত্রৈমাসিক সভা ১২ সেপ্টেম্বর, ২০২২ তারিখে এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুছ ছালাম আজাদ -এর সভাপতিত্বে প্রধান কার্যালয়ের কমিটি রুমে অনুষ্ঠিত হয় । সভায় নৈতিকতা কমিটির সদস্য ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার, জনাব শেখ মোঃ জামিনুর রহমান, জনাব মোঃ কামরুল আহসান এবং ফোকাল পয়েন্ট ও মহাব্যবস্থাপক (এইচআর) জনাব মোঃ আনোয়ার হুসাইনসহ ব্যাংকের অন্যান্য নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
নৈতিকতা কমিটির ফোকাল পয়েন্ট ও মহাব্যবস্থাপক (এইচআর) জনাব মোঃ আনোয়ার হুসাইন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের নৈতিকতা কমিটির সভার সিদ্ধান্তসমূহের অলোকে সিটিজেন চার্টার পরিবীক্ষণ ও সেবা গ্রহীতার মতামত রেজিষ্টারে সংরক্ষণ, কর্মপরিবেশ উন্নয়ন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে সকলকে অবহিত করেন। অধিকন্তু তিনি শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন, সভা আয়োজন, প্রশিক্ষণ, পুরস্কার প্রদান, জাতীয় দৈনিকে শুদ্ধাচার সংক্রান্ত প্রচার-প্রচারণা ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক অন্যান্য কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ২০২২-২৩ অর্থবছরের কর্মপরিকল্পনা মোতাবেক কার্যক্রম পরিপালন বিষয়ে তথ্যাবলী উপস্থাপন করেন।
কমিটির সভাপতি ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুছ ছালাম আজাদ সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ বাস্তবায়নে এ ব্যাংকের অভিলক্ষ্য- ‘সৎ ও শুদ্ধাচারী ব্যাংকারের মাধ্যমে গ্রাহকদেরকে উন্নতমানের সেবা প্রদান এবং এ ব্যাংকের সকল স্তরে সুশাসন নিশ্চিত করে দেশের বৃহত্তম কার্যকরী বাণিজ্যিক ব্যাংক হিসাবে আত্মপ্রকাশ’-এর বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য প্রাসঙ্গিক সকল আইন-কানুন, বিধিবিধানের সুষ্ঠু প্রয়োগ এবং শাখা/কার্যালয়ের সক্ষমতা বৃদ্ধি, সেবা সহজীকরণ ও উন্নয়নকল্পে সকলকে নিজ নিজ অবস্থানে থেকে চরিত্রনিষ্ঠা বিকাশের সর্বাত্মক চেষ্টার আহ্বান জানান । পরিশেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।