জনতা ব্যাংকের জাতীয় শুদ্ধাচার কৌশল’ বাস্তবায়ন শীর্ষক কর্মশালা এবং সভা অনুষ্ঠিত

জনতা ব্যাংক লিমিটেড, হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট-এর তত্ত্বাবধানে বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামে ০২ সেপ্টেম্বর, ২০২২ শুক্রবার ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ শীর্ষক একটি কর্মশালা এবং সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম-এর আওতাধীন এরিয়া অফিস ও শাখাসমূহের ব্যবস্থাপক ও নৈতিকতা কমিটির সদস্যগণ এ কর্মশালা ও সভায় অংশগ্রহণ করেন। আলোচ্য সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আশরাফুল আলম, জিএম, বিভাগীয় কার্যালয়- চট্টগ্রাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈতিকতা কমিটি, জনতা ব্যাংক লিমিটেড-এর বিকল্প ফোকাল পয়েন্ট ও ডিজিএম (এইচআরডিডি)। এ ছাড়া এইচআরডিডি -এর অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

আলোচ্য কর্মশালায় মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২২-২৩ ও বাস্তবায়ন পরিবীক্ষণ কাঠমো অনুসরণ করে এ ব্যাংকের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়নের সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনায় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং শুদ্ধাচারসংশ্লিষ্ট ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক অন্যান্য কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। শুদ্ধাচারের লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকল আইনকানুন, বিধিবিধানের সুষ্ঠু প্রয়োগ, কর্মপরিবেশ উন্নয়ন ও সিটিজেন চার্টার বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। সভা ও কর্মশালার প্রধান অতিথি ডিজিএম (এইচআরডিডি) বিকাশমান এই দলিলটির উদ্দেশ্য, প্রেক্ষাপট, বাস্তবায়ন ও পরিবীক্ষণ কাঠমো এবং জনতা ব্যাংকে এর প্রয়োগ, চ্যালেজ্ঞ, স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কোড অব কন্ডাক্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি এ ব্যাংকের নৈতিকতা কমিটির সভাপতি ও এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ এর দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে ‘সৎ ও শুদ্ধাচারী ব্যাংকারের মাধ্যমে গ্রাহকদেরকে উন্নতমানের সেবা প্রদান এবং ব্যাংকের সকল স্তরে সুশাসন নিশ্চিত করে দক্ষিণ এশিয়ার বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ’ এবং সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের আহ্বান জানান। পরিশেষে, সভার সভাপতি কর্তৃক সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও দেখুন

কুয়াকাটাস্থ SEA-ME-WE-5 সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইড্থ সিঙ্গাপুর প্রান্তে পুন: সংযোগ

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, গত ১৯/০৪/২০২৪ খ্রি. শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *